Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাতায়নের ঘটনাপুঞ্জ
ছবি
ডাউনলোড

জননেত্রী শেখ হাসিনার সরকার ২০০৯ সালে ক্ষতায় এসে বাংলাদেশ কে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে আন্তরিকতার সাথে কাজ শুরু করেন। তার-ই ধারা বাহিকতায় ২০১০ সালের ১১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী তাঁর কার্যালয় থেকে এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র প্রশাসক মিস হেলেন ক্লার্ক ভোলা জেলার চর কুকরিমুকরি ইউনিয়ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সকল ইউনিয়ন পরিষদে একটি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) একযোগে উদ্বোধন করেন। ইউডিসি’র মূল লক্ষ্য হল, ইউনিয়ন পরিষদকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিনত করা, যাতে এই সব প্রতিষ্ঠান ২০২১ সালের মধ্যে একটি তথ্য ও জ্ঞান-ভিত্তিক দেশ প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এই সব কেন্দ্র সরকারি-বেসরকারি তথ্য ও সেবাসমূহ জনগনের কাছাকাছি নিয়ে যেতে, প্রযুক্তি বিভেদ দূর করতে ও সকল নাগরিককে তথ্য প্রবাহের আধুনিক ব্যবস্থার সাথে যুক্ত করতে সুদুর প্রসারী ভূমিকা রাখতে পারে ।

 

‘জনগণের দোড়গোড়ায় সেবা’ (Service at Doorsteps)-এ ম্লোগানকে সামনে রেখে ইউডিসির যাত্রা শুরু হয়েছিল। ইউডিসি প্রতিষ্ঠার ফলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে একটি অবাধ তথ্য প্রবাহ সৃষ্টি করা সম্ভবপর হয়েছে, যেখানে মানুষকে আর সেবার জন্য দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে না, বরং সেবাই পৌঁছে যাচ্ছে মানুষের দোরগোড়ায়। অবাধ তথ্য প্রবাহ জনগনের ক্ষমতায়নের অন্যতম পূর্বশর্ত।

 

তার-ই ধারাবাহিকতায় সরকারের সহযোগীতায় ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কর্তৃক তৈরি করা হয়েছিলো “জাতীয় তথ্য বাতায়ন”

 

জাতীয় তথ্য বাতায়নের ফলে কোন মানুষ চাইলে দেশ অথবা দেশের বাহির থেকে “গ্রাম, ইউনিয়ন থেকে শুরু করো জাতীয় পর্যায় পর্যান্ত যেকোন তথ্য দেখতে পারেন”।

 

আর এধরনের সুযোগ-সুবিধা পেয়ে গ্রাম পর্যায়ে থেকে শুরু করে বাংলাদেশ ও দেশের বাহিরের মানুষ বর্তমান সরকারের পাশা পাশি “ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রতিও সন্তেষ্ঠ”।